জেনেনিন ব্রহ্মজ্ঞ মহাপুরুষ শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার ব্রহ্মচর্য্য জীবনের সম্যক মর্মগাঁথা কাহিনীঃ-
এই ধরা ধামে ব্রহ্মজ্ঞ মহাযোগী শ্রীশ্রী লোকনাথ ব্রহ্মচারী বাবার শুভ আবির্ভাব হয়ে ছিল ১১৩৭ বঙ্গাব্দ, ১৭৩০ খ্রিষ্টাব্দ, শুভ জন্মাষ্টমী তিথি, শনিবার দিন। তিনির শুভ আবির্ভাবের সেই মহাপূণ্যময় স্হানটি ছিল- পশ্চিমবঙ্গের অন্তর্গত উত্তর ২৪ পরগণা জেলা স্হিত বারাসাত মহকুমাধীন দে-গঙ্গা থানার অধুনা লুপ্ত কাঁকড়া, বর্তমান কচুয়া নামক গ্রামে। যেহেতু বর্তমান কলিযুগে ধরাধামে আগত সকলেরই মানব দেহ নশ্বর তাই জন্মিলে মরিতে হয়। সেহেতু তিনিও তিনির সুদীর্ঘ ১৬০ বৎসরের মানব জীবনের নানা বৈচিত্র ময় মহালীলা সাঙ্গ করে মহাপ্রয়ানে (তিরোধান) গিয়ে ছিলেন ১৯ জ্যৈষ্ঠ, ১৩৯৭ বঙ্গাব্দ, ১৮৯০ খ্রীষ্টাব্দ। স্হান-- বারদী ধাম, সোনারগাঁ , জেলা-নারায়ণগঞ্জ, বাংলাদেশ। তদেজতি তন্নৈজতি তদ্দূরে তদ্বন্তিকে। তদন্তরস্য সর্বস্য তদু সর্বস্যাস্য বাহ্যতঃ। তিনি এক জায়গায় অবস্হিত, তবু চলমান, আবার তিনি চলৎশক্তি রহিত। তিনি অতি দূরে, আবার অতি নিকটে তিনি সমস্ত জগতের অন্তরে ও বাহিরে সর্বস্হানে পরিব্যাপ্ত। মাতা কমলাদেবীর গর্ভে ,পিতা রামকান...